১২ ডিসেম্বর, ২০১৯ ১৯:১২

বিবেকের তাড়নায় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিবেকের তাড়নায় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : মিনু

মিজানুর রহমান মিনু

খালেদা জিয়ার জামিন আবেদন আদালত খারিজ করে দেওয়ায় হতাশ রাজশাহী বিএনপির শীর্ষ নেতারা। তবে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে এ নির্দেশনা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজশাহী বিএনপি। রাজশাহী নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। তবে রায় ঘোষণার পর নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানান নেতারা। এ সময় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে নামার প্রস্তুতি রাখতে কর্মীদের আহ্বান জানান নেতৃবৃন্দ।
নগর ও জেলা বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘মানুষ তো পশু নয়। মানুষের বিবেক আছে। বিবেকের তাড়নায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনারা (নেতাকর্মী) সবাই প্রস্তুতি নিয়ে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় থাকবেন। নির্দেশনা পাওয়া মাত্র যে যেখানে থাকবেন, সেখান থেকেই রাস্তায় নেমে পড়বেন।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ওয়ালীউল হক রানা প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর