বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি। একমাত্র আমীরে জামায়াতের নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের চিকিৎসা ও পুনবার্সনের উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে নগরীর আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যাপক নজিবুর রহমান, এডভোকেট শাহ আলম, মীম মিরাজ হোসাইন, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, জাহিদুর রহমান নাঈম, মো. মশিউর রহমান রমজান, জুলাই শহীদ সাকিব রায়হানের পিতা মো. আজিজুর রহমান, আহত মো. সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম উজ্জল, এস এ মুকুল প্রমুখ।
সভায় গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর ডাকা আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার আহবান জানানো হয়।