১৫ ডিসেম্বর, ২০১৯ ২১:৫৯

সরকারের এজেন্ট ঢুকেছে বিএনপিতে : ফখরুল

অনলাইন ডেস্ক

সরকারের এজেন্ট ঢুকেছে বিএনপিতে : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপিতে সরকারের এজেন্ট ঢুকেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভ্রান্তি সৃষ্টি করতে দলের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে পড়েছে। আমি দলের সবাইকে আহ্বান করব, সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার।

রবিবার রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে এ অবৈধ সরকারের বিভিন্ন এজেন্ট ঢুকে পড়েছে, ঢুকে বিভিন্নভাবে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, বিভিন্ন রকম কথা বলে আমাদের বিভ্রান্ত করতে চায়।

তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সময় নেই। অবিলম্বে এ পার্লামেন্ট বাতিল করুন, পার্লামেন্ট বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সে তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে ছিল, সেটি গঠন করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবিলম্বে নির্বাচন দিন। অন্যথা জনগণের আন্দোলন আপনাকে ফেস করতে হবে। তখন আর আপনি কোনো সময় পাবেন না।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শিরিন ‍সুলতানা প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর