গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গুদাম (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ী এলাকার ঝুট ব্যবসায়ী ঠান্ডু মিয়ার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে আশপাশের বাক্কার মিয়া, চান মিয়া, হুমায়ুন, মামুন, খোকা মিয়া, আলাল ও সাইফুলের মালিকানাধীন ঝুটের আরো ৮টি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন ভিাতে সক্ষম হয়। আগুনে টিনের তৈরি গুদাম ও গুদামে মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধূমপানের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঝুট গুদামের মালিকপক্ষ দাবী করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ