১৭ জানুয়ারি, ২০২০ ২০:৩৯

কুমিল্লার বাজারে দাম চড়া সবজির

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা:

কুমিল্লার বাজারে দাম চড়া সবজির

কুমিল্লার বাজারে প্রচুর সবজি থাকলেও দাম বেশি। গত দু'দিন নগরীর নিউ মার্কেট, রাণীর বাজার, রাজগঞ্জ, চকবাজার, বাদশা মিয়া বাজার, টমচমব্রিজ কাঁচা বাজার, পদুয়ার বাজারসহ বিভিন্ন বাজারে সবজির চড়া দাম লক্ষ্য করা গেছে। 

মৌসুমী সবজি বিগত বছরের তুলনায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশী, যাতায়াত খরচ, খাজনা, চাঁদা, কাঁচা মাল নষ্টের কারণে অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি দোকানের সবজির দামে হেরফের দেখা গেছে। বাজারভেদেও রয়েছে দামের ভিন্নতা।

সবজির মধ্যে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা ও বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি ধনে পাতা ১৭০ থেকে ২০০ টাকা, গাজর ৬০ টাকা, মুলা ৩০ টাকা হালি, করলা ৮০-১০০ টাকা,  চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজির মধ্যে টমেটো থাকলেও এখন সারা বছরই টমেটো পাওয়া যায়। টমেটো বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। শীতের সবজির সঙ্গে বিক্রি হচ্ছে জলপাইও। অনেকে ডাল বা টকের তরকারি হিসেবে জলপাই ব্যবহার করেন। অনেকে জলপাইয়ের আচার বানান। জলপাই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। আলু পুরাতন ২৫ টাকা ও নুতন আলু ৩০ টাকা কেজি। শিমের কাঁচা বিচি ১৩০-১৫০ টাকা । মিষ্টি কুমড়া ছোট ৩৫ টাকা, বড় ৫০ টাকা। 

নিউ মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, কান্দিরপাড়ের দিকে কাঁচা মালের গাড়ি প্রবেশ করাতে পথে অতিরিক্ত টাকা দিতে হয়। এ জায়গার খাজনা বেশি। মাঝে মাঝে চাঁদা গুণতে হয়। আর তুলনামূলক ভাবে এ বাজারে বিক্রি কম। পাইকারি বাজারেও এখন দাম বেশি।

পদুয়ার বাজারের নিয়মিত ক্রেতা আবু জাহের বলেন, শহরের দামের তুলনায় এখানে কিছুটা কম। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর সবজির মৌসুমেও দাম বেশি। পেঁয়াজের দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনকে এ বিষয়ে আরো যত্নবান হতে হবে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, পচনশীল দ্রব্য বা কাঁচা মাল স্থান, কাল ভেদে দামের ভিন্নতা থাকতে পারে। তবে কেজি প্রতি সবোর্চ্চ ৮-১০ টাকার বেশী লাভ করা যাবে না। যদি অতিরিক্ত দামের অভিযোগ পাওয়া যায়, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর