২৯ জানুয়ারি, ২০২০ ১৬:৩৩

রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

ফাইল ছবি

রাজশাহী সীমান্ত থেকে ৬৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে জেলার চারঘাট উপজেলার চকপাড়া মাছের আড়ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বিজিবির চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় চোরাচালানিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ফেনসিডিলগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরের সিজার স্টোরে জমা করা হয়েছে।
 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর