ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বলা হয়, রিজভীর নেতৃত্বে নির্বাচনী প্রচারে সন্ত্রাসীদের নৃশংস হামলা পরিকল্পিত। সরকারের মদদে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাই বলে দেয় ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচন কেমন হবে।
বিবৃতিতে দাবি করা হয়, ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সহ্য করতে না পারার জন্যই সন্ত্রাসীরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে। বরাবরের মত নির্বাচনকে একতরফা করতেই এ হামলা। হামলার উদ্দেশ্যই হচ্ছে ভোটের দিন যেন ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়।
বিডি প্রতিদিন/ফারজানা