রংপুর নগরীর সুপার মার্কেট এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। আটক মিরাজ হাসান জেলার গঙ্গাচড়া উপজেলার হাবু পাঁমাথা এলাকার নূরুল হক মন্ডলের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-১৩ এর এএসপি (মিডিয়া কর্মকর্তা) আহসান হাবীব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপন, ১১৪টি প্রশ্নপত্রের প্রিন্ট করা কপি, মোবাইল ফোন, সিম ও মেমোরি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ