৩১ জানুয়ারি, ২০২০ ২২:১০

বরিশালে কুরিয়ার সার্ভিসে অভিযান, ২শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কুরিয়ার সার্ভিসে অভিযান, ২শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ১

প্রতীকী ছবি

বরিশাল নগরীর একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে দুইশ কেজি পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রাতে এই অভিযানে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে আটক করা হয়। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে অবৈধ পলিথিন পাচারে সহায়তার দায়ে ম্যানেজারকে এক মাসের কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নিষিদ্ধ দুইশ কেজি পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর