সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে মাঘ মাসেও উত্তপ্ত ঢাকা। এই নগরে শীতের দাপট থাকলেও প্রার্থী-সমর্থকদের ঘাম ছুটেছে। প্রায় এক মাসের জনসংযোগের পর কাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কিন্তু মাঘের এই সকালবেলা কেমন থাকবে?
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হচ্ছে, মধ্যরাত থেকেই শীতের প্রকোপটা বাড়তে পারে। এর সঙ্গে পড়বে কুয়াশা। রাজধানী ঢাকা থেকে কুয়াশার চাদর সরতে সরতে স্থান ভেদে সকাল ১০টা পর্যন্ত সময় হয়ে যেতে পারে।
মিরপুর, উত্তরা, নিকুঞ্জের মতো এলাকায় শীত ও কুয়াশা পড়বে বেশি। গাছপালা তুলনামূলক বেশি হওয়ার এসব এলাকায় শীতের প্রকোপ বেশি থাকবে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, কাল সারা দিন ঢাকাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাজধানী শহরে ভোরবেলা কুয়াশা থাকবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাই শীতের অনুভূতি বেশি হবে। আর কুয়াশা কেটে যেতে সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত সময় লেগে যেতে পারে।
বিডি প্রতিদিন/আরাফাত