জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
আজ শনিবার দুপুরে ভোলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কলেজ অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলেজের প্রাক্তন ও নবীন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান, রিয়াজ, মৌসুমী, সায়মন সাদিক ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ঝিলিকসহ স্থানীয় শিল্পীদের পরিকেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ফ্যাশন স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। এছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃক্ষ রোপণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক