রাজধানীর বাসাবোর মান্ডা খালে পড়ে নিখোঁজ হয়ে যায় ৪ বছরের শিশু আসাদুল। আজ সোমবার সকালে খাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শিশু আসাদুল মান্ডা এলাকার বাসিন্দা।
এর আগে গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এর কিছুক্ষণ পর খালে পড়ে যায় সে। এসময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে।
এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৩ জন ডুবুরি। উল্লেখ্য, দুই বছর আগেও এই খালে পড়ে মারা যায় হৃদয় নামের আরেক শিশু।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ