বেসরকারি টেলিভিশন ডিবিসির সাংবাদিককে মারধরের ঘটনায় আদালত থেকে জামিন পেয়েছেন ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন আপোসের শর্তে বাদীর জিম্মায় অভিযোগপত্র দাখিল পর্যন্ত তাদের জামিন দেন। ক্যাসিনোকাণ্ডে জড়িত এনু ও রুপন ক্যাসিনোব্রাদার্স হিসেবেও আলোচিত।
এই মামলায় গত ২১ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূর আলম। ২৬ জানুয়ারি আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত।
রিমান্ড শুনানির জন্য সোমবার এনু ও রুপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী রাজীব সরকার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচশ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
তবে আইনজীবী রাজীব জানান, মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা থাকায় এনু ও রুপন আপাতত কারামুক্তি পাচ্ছেন না।
গত ১৯ জানুয়ারি এনু ও রুপনকে দুর্নীতির এক মামলায় গ্রেফতার দেখানোর জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আনা হয়। এ সময় তাদের বেশ কিছু কর্মী-সমর্থক আদালত চত্বরে উপস্থিত হন। বেলা পৌনে একটার দিকে এনু ও রুপনুকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় ওঠানোর সময় ডিবিসির ক্যামেরাপারসন আল-আমিন ভিডিও ধারণ করছিলেন।
ওই সময় এনু ও রুপনেুর ৮/১০ জন সমর্থক তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কিলঘুষি মারে। এতে আল-আমিন আহত হন ও তার ক্যামেরা ভেঙে ফেলা হয়। হামলার ঘটনায় পরে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন