সিটি নির্বাচনের দিন ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাহবুব মমতাজীসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের হেনস্তা এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এই বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।
বিক্ষোভ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক কুদ্দুস আফ্রাদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত