খুলনার বানরগাতি এলাকায় দ্বিতীয় শ্রেণির শিশু ছাত্রীকে (৭) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অলোক মন্ডল (২৮) পলাতক রয়েছে।
শিশুটির পরিবার জানায়, বানরগাতি আরামবাগ এলাকায় দিলীপ কুমার মন্ডলের বাড়ির ভাড়াটিয়া অলোক মন্ডল তার ঘরে ডেকে নিয়ে শিশুটিকে শ্লীলতাহানি করেছে। শিশুটি তার মা বাবার কাছে ঘটনাটি জানালে অভিযুক্ত অলোক মন্ডল পালিয়ে যায়। সে পাইকগাছা উপজেলার গোপীপাগলা এলাকার ছত্রধর মন্ডলের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব