দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তিতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।
এদিকে পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে এরই মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
বিএনপির আজকের জনসভাকে সফল করতে শুক্রবার বিএনপি নেতাদের লিফলেট বিতরণ করতেও দেখা যায়। এ জনসভা থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানান দলের নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল