ঢাকা উত্তর সিটি নির্বাচনের দিন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
শনিবার রাজধানীর মিরপুর ও কল্যাণপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম।
র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম জানান, গত তিনদিনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন হামলার শিকার হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন