বরিশালে দুই দিনব্যাপী মোজো পিঠা উৎসবের সমাপ্তি হয়েছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই উৎসবের আয়োজন করে। এখানকার ৩৫টি স্টলে দেশীয় ৬৪ ধরনের পিঠার আয়োজন ছিল।
শিশুদের জন্য ছিল নাগরদোলা ও গেইমিং জোন। এছাড়াও ছিল পিঠা খাদক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা থেকে আসা ব্যান্ড ইনসাইড ইউ, ব্যান্ড দাগ ও মিলা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অসংখ্য দর্শনার্থী অংশগ্রহণ করে। তারা পিঠার স্টল ঘুরে দেখার পাশাপাশি নতুন নতুন পিঠার স্বাদ উপভোগ করে। এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা।
আয়োজক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মো. মাইদুল ইসলাম জানান, বরিশালবাসীকে গ্রাম বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই আয়োজন করা হয়েছে এই পিঠা উৎসবের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম