বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার মো. আফজাল হোসেন। রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক (জানুয়ারী, ২০২০ইং) অপরাধ দমন ও কল্যান সভায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার ও মো. শামস, জেলার ১০ থানার ওসি এবং জেলা পুলিশের সকল অফিসার্স ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় ২০২০ সালের জানুয়ারী মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে তার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার। এই পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে বলে আশা করেন ওসি আফজাল হোসেন।
এদিকে সভায় জানুয়ারী মাসে সর্বাধিক ওয়ারেন্ট তামিল করায় আগৈলঝাড়া থানার এসআই জামাল হোসেন এবং সামাজিক কর্মকান্ড করে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জল করায় জেলার বানারীপাড়া থানার এএসআই ইয়ার হোসেনকে যথাক্রমে শ্রেষ্ঠ এসআই ও এএসআই নির্বাচিত করে তাদের হাতেও ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/হিমেল