অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান।
আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই ডিআইজি মিজান হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এরপর ওই দিন শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক