ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার হওয়া খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার খুলনা জেলা দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে জামিনের আবেদন করলে বিচারক মশিউর রহমান চৌধুরী শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
সরকারি গোডাউনে চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় গত ৯ জানুয়ারি গ্রেফতার করা হয় ইলিয়াস হোসেনকে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের কর্মকর্তারা জানান, গত দুই বছরে গ্রেফতার হওয়ার খাদ্য পরিদর্শক ইলিয়াস হোসেনের ব্যাংক এ্যাকাউন্টে বড় লেনদেনে প্রায় ৩৭ লাখ টাকা জমা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ