তিন দিনব্যাপি অগ্নি ও নিরাপত্তার সরঞ্জামের প্রদর্শনী ইন্টারন্যাশনাল ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২০ শুরু হচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি। রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৭তম বারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদশর্নী চলবে ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআাইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।
ইসাবের সভাপতি মো. মোতাহার হোসেন খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার মো. সাজ্জাদ হোসাইন, ইসাবের মহাসচিব মোহাম্মদ মাহমুদ, পাবলিসিটি সেক্রেটারি ও মেলার কনভেনার জাকির উদ্দিন আহমেদ, কো-কনভেনার মাহমুদ ই খোদা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রদশর্নী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ২৫ দেশের ৭৫টি স্টল থাকবে। এতে বিভিন্ন দেশের অগ্নি নিরাপত্তা সরঞ্জার প্রদর্শন করা হবে। এছাড়া অগ্নিনিরাপত্তা বিষয়ক ৪টি সেমিনারের আয়োজন করা হয়েছে।
এবারের মেলার বিশেষ আকর্ষনের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এবার প্রথমবারের মতো নিরাপত্তা বিষয়ক সচেতনার কার্যর্যকক্রমকে গুরুত্ব দিয়ে মেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় ৯টি প্রতিষ্ঠানকে ‘ইসাব সেফটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম