বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি’তে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৪৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের বিভিন্ন স্থানে অসদুপায় অবলম্বনের দায়ে একই পরীক্ষায় মোট ৩৫ শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
রবিবার ইংরেজী দ্বিতীয়পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলায় ৭০ জন, বরগুনায় ৫০ জন, পটুয়াখালীতে ১০২ জন, পিরোজপুরে ৩৭ জন, ঝালকাঠিতে ৩২ জন এবং বরিশাল জেলায় ১৪৫ জন। এ কারণে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিকে, রবিবার বোর্ডে বহিষ্কার হওয়া ৩৫ জনের মধ্যে ভোলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১ জন, ঝালকাঠিতে ৪ জন এবং বরিশাল জেলায় বহিষ্কার হয়েছে ৫ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার এ বছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৫০৮ জন বেশী। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ ভাগ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম