অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার যুবারা। এই প্রথম বিশ্বকাপ পর্যায়ে কোনো শিরোপা জিতল বাংলাদেশ ক্রিকেট দল। যুবাদের শিরোপা জয়ে বিজয়োল্লাসে মেতেছে পুরো দেশ।
এদিকে, অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে বিজয়োল্লাসে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জয় নিশ্চিতের পর শিক্ষার্থীদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে পুরো টিএসসি প্রাঙ্গণ।
রবিবার রাতে বাংলাদেশ দলের জয় নিশ্চিতের পর পরই এমন বিজয়োৎসব শুরু হয়। এর আগে বেলা দুইটা থেকেই বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করতে হাজারো শিক্ষার্থী টিএসসির পায়রা চত্বরে জড়ো হন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির বিজয়োৎসবে অংশ নেয়। টিএসসির পায়রা চত্বর, রাজু ভাস্কর্যসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিজয়োৎসবে অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন