অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রবিবার রাতে এক বার্তায় তিনি টাইগারদের কৃতিত্বপূর্ণ এ বিজয়ে সকল খেলোয়াড়, কর্মকর্তাকে অভিনন্দন জানান।
টাইগারদের বিজয়ে রাজধানীর গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
এর আগে, রবিবার রাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ে শিরোপা জিতে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার যুবারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন