অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা নির্ধারণী উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে মেতেছেন বরিশালবাসী।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ভারতকে ৩ ইউকেটে হারিয়ে যুবা টাইগারদের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার পর বরিশাল নগরীর বিভিন্নস্থানে সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাসে ফেঁটে পড়েন।
নগরীর বঙ্গবন্ধু উদ্যান, সদর রোড, বিবিরপুকুর পাড়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় যুব বিশ্বকাপের ফাইনাল উপভোগের আয়োজন করে ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ব্যাপক উৎসাহে ফাইনাল উপভোগ করেন ক্রিকেটভক্তরা।
তবে এই বিজয়ে গা না ভাসিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে সম্ভব সবকিছু করার জন্য ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ জানান ক্রিকেটভক্তরা।
এদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে বরিশালে অবস্থানরত বাংলাদেশ যুব ক্রিকেট দলের নির্বাচক সাবেক ক্রিকেটার হান্নান সরকার ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব দেয়ার কথা বলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন