রাজধানীর বাড্ডায় এক কিশোরী রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অপর এক কিশোরীকে শ্লীলতাহানীর করা হয়েছে। রবিবার দিনগত রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তাদের এক জনের বয়স (১৩) বছর। অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গণধর্ষণের শিকার কিশোরীর পরিবার থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শনিবার রাতে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় দুই বান্ধবী বাসা থেকে রাস্তায় বের হলে তিন যুবক মিলে তাদের গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে তারা দুই বান্ধবীকে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে এক বন্ধবীকে দু’জন মিলে ধর্ষণ ও অপর জনকে শ্লীলতাহানি করে।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবার রবিবার রাতে থানায় একটি মামলা করেছে। মামলার পরপরই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুই বান্ধবীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি পারভেজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ