রাজবাড়ী-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক গণপরিষদ ও জাতীয় পরিষদ সদস্য, জাতীয় পার্টির নেতা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব এবিএম নূরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
এর আগে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি গুরুতর অসুস্থ হলে রাতে তাকে রাজধানীর হাসপাতালের আইসিইউতে লাইফসার্পোটে রাখা হয়। এরপর সোমাবার দিবাগত রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে লাশ করা হবে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ