মুক্তিযোদ্ধা ও ঘাতক দালাল নির্মুল কমিটির বরিশালের আহ্বায়ক আক্কাস হোসেন আর নেই। রবিবার রাত পৌনে ১২টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। আজ দুপুর ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণ তার কফিনে শ্রোদ্ধা নিবেদন করেন।
বিকেলে আসর বাদ পুলিশ লাইন মাঠে তার নামাজের জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে। আক্কাস একজন সংস্কৃতিক কর্মীও ছিলেন।
তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সিটি মেয়র সেরনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়াসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল