কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব বগুড়া-১ আসনের সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল মান্নানের সহধর্মিনী শাহাদারা মান্নান, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির (নাটা) মহাপরিচালক ড. মো. আবু সাইদ মিঞা, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ।
বিডি প্রতিদিন/হিমেল