রাজধানীর কদমতলী এলাকার এক বাসায় দুই কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার তিনজনকে তিনদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রানা বেপারী (৩২), সোহেল বেপারী (৩৮) ও আক্তার আলী (৩৮)। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলা সূত্রে জানাগেছে, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১৫ বছরের এক কিশোরীকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। তার সঙ্গে ছিল ১৩ বছরের আরেক কিশোরী। রাত ১০টার দিকে তিন ব্যক্তি ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। রবিবার সকালে বিষয়টি কিশোরীরা তাদের স্বজনদের জানায়। এরপর তারা থানায় মামলা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন