'কই ভাই টাকাটাদে', 'লও লও হিজড়াগো টাকাটা লও', 'এই দেরি করিসনা টাকা দে'- এইভাবেই উচ্চস্বরে পরিবহনগুলোতে দাপিয়ে বেড়ায় হিজড়াদের দল। কোন যাত্রীর টাকা দিতে দেরি হলে কিংবা টাকা না দিতে চাইলে শুরু করেন দুর্ব্যবহার। এমনকি অনেককে শারীরিকভাবেও লাঞ্চিত করেন হিজড়ারা।
এমন পরিস্থিতিতে কেউ সম্মানের কথা ভেবে টাকা দিয়ে দেন। আবারও কেউ প্রতিবাদও করেন। তবে হিজড়াদের অত্যাচার থেকে রেহাই পেতে কেউ কথা বলছেন না। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় আঙ্গুল দিয়ে একদল হিজড়া উত্তরা-আব্দুল্লাপুর এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গী, কামাড়পাড়া উত্তরাসহ বিভিন্ন এলাকায় বাসে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা। প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এরা। উত্তরা আব্দুল্লাপুর এলাকায় সূর্য উঠার সাথে সাথে একদল হিজড়া সাজগোজ করে বিভিন্ন মোড়ে দুইজন কিংবা তিনজন দলবেঁধে অবস্থান নেয়। এরপর রিকসা কিংবা বিভিন্ন বাসে উঠে যাত্রীদের কাছ চাঁদা আদায় করে।
বলাকা পরিবহন বাসের এক যাত্রী সফিকুল ইসলাম বলেন, কি বলবো ভাই গাড়িতে উঠার পরপরই একদল হিজড়া এসে টাকা চাচ্ছে, না দিলে আবার খারাপ ব্যবহার করছে। এদের বিরুদ্ধে কেউ কোন কথা বলছে না। কি যে এক বিব্রতকর অবস্থা, বুঝানো মুশকিল।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর গাজী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যাত্রীদের সাথে খারাপ আচরণ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল