রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আশিকুর রহমান আশিক (২০)।
এছাড়া, এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২ শ্রমিক।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। নিহতের শরীরের ৪০ শতাংশ পোড়া ছিল।
আশিকের বাবার নাম মো. সেলিম। কেরানীগঞ্জের হেমায়েতপুরের আলীপুরে তাদের বাড়ি।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। অপর দুই শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এর আগে সোমবার বিকাল ৫টার দিকে ইসলামপুর লায়ন টাওয়ার ১২ তলার ছাদে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আলামিন (২০), আশিক (২১) ও আরিফ (২০) দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/কালাম