১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪৫

৪ দফা দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের

নিজস্ব প্রতিবেদক

৪ দফা দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের

সংগৃহীত ছবি

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীরা। বেতন স্কেল ও টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। এতে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এনায়েত হোসেন রাব্বি। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থাপিত তাদের দাবিনামার মধ্যে রয়েছে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন চলমান ১৬তম স্কেল থেকে ১৪তম স্কেলে উন্নীতকরণ, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং কোর্স চালুকরণ ইত্যাদি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর