২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:০০

খুলনায় প্রতারণার অভিযোগে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রতারণার অভিযোগে দুই দালাল আটক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে একটি বেসরকারি ক্লিনিকের দুই দালালকে আটক করেছে পুলিশ। তারা হলেন নূর ইসলাম (২৪) ও মেহেদী হাসান (২৩)। এরা নিজেদের চিকিৎসকের পরিচয় দিয়ে সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের ওই ক্লিনিক থেকে বিনা প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করতো।

জানা যায়, বৃহস্পতিবার হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হওয়া কামাল হাওলাদার (৫০) নামের এক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য শর্ট স্লিপে নির্দেশনা দেয় চিকিৎসকের ‘সাদা এপ্রোন’ (পোশাক) পরা ওই ক্লিনিকের কর্মী নূর ইসলাম ও মেহেদী হাসান। এ সময় সন্দেহ হলে হাসপাতালের লোকজন চ্যালেঞ্জ করলে তাদের সাথে থাকা ব্যাগের ভিতর থেকে রক্ত ও স্যাম্পল সংগ্রহের মেশিনপত্র উদ্ধার করা হয়। পরে প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাদেরকে পুলিশের দেওয়া হয়। এর আগেও ওই রোগীর নিকট থেকে প্রচারক চক্রটি ১৪শ’ টাকার পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর