২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৫৫

খুলনায় আলোচিত সেই মিনা কামালের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আলোচিত সেই মিনা কামালের আত্মসমর্পণ

খুলনার রূপসার সংগ্রাম হত্যা মামলার পলাতক আসামি আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল আত্মসমর্পণ করেছেন। 

বৃহস্পতিবার বিকালে খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হত্যা ও অস্ত্র-মাদক মামলাসহ ৪টি মামলায় মিনা কামাল আত্মসমর্পণ করেছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। 

জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর রূপসায় ধারালো অস্ত্রের আঘাতে কিশোর অপরাধীদের হাতে খুন হয় সারজিল ইসলাম সংগ্রাম। এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে পুলিশের অভিযোগপত্রে মিনা কামালের নাম আসে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। 

এদিকে হত্যাকাণ্ডের পর র‌্যাব সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্রের গুলি ও মাদক জব্দ করে। সেই ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া মিনা কামালের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরো কয়েকটি মামলা রয়েছে। তিনি রূপসাসহ খুলনার বিভিন্ন এলাকার মানুষের কাছে ‘ফাটাকেষ্ট’ নামে পরিচিত।

বিডি-প্রতিদিন/মাহবুব


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর