বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজ
- ১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড
- আইপিএল: মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি
- পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি
- ১৯ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-রানি!
- ১০০০ করে বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
- আরও তীব্র ইসরায়েলি বর্বরতা, গাজায় একদিনে নিহত ১১৫
- ভারতের নতুন অধিনায়ক গিল?
- আজ খোলা থাকবে সরকারি অফিস
- যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
- বাংলাদেশের রূপরেখা নিয়ে ববিতে আলোচনা সভা
শাহ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী আপেল মাহমুদ তালুকদার (২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। গত ২৫ ফেব্রুয়ারি বিকালে ক্যাম্পাসে তার ওপর হামলার ঘটনা ঘটে।
শাহ মখদুম মেডিকেল কলেজ ২০১৪ সাল থেকে শিক্ষার্থী ভর্তি করছে। কিন্তু এখনও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন মেলেনি। ফলে শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করলেও ইন্টার্নশীপ করতে পারছেন না। এমনকি পূর্ণাঙ্গ চিকিৎসকও হতে পারছেন না। এনিয়ে তারা সম্প্রতি ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে সামনের সারিতে ছিলেন আপেল মাহমুদ তালুকদার। আন্দোলনের ভিতর তার ওপর হামলার ঘটনা ঘটে। পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর দুইদিন হাসপাতালে ছিলেন আপেল।
তার দায়ের করা মামলায় কলেজেরই পাঁচ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তারা হলেন- পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান, এইচএম ফাহাদ, ফারহান রহমান, শাকিলা দিল আফরোজ মিষ্টি এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জেবা। আসামিরা আন্দোলন ভেস্তে দিতে কলেজ কর্তৃপক্ষের হয়ে হামলা চালিয়েছিলেন বলে মনে করেন মামলার বাদী। হামলার পর তারা আইনগত পদক্ষেপ নেওয়া হলে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী আপেল মাহমুদ তালুকদার।
তিনি বলেন, আন্দোলন চলাকালে ১৮ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় যান। ঢাকায় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে যান। সেখান থেকে ফেরার পর ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলছিলেন। তখনই তার ওপর অতর্কিত হামলা হয়। এ কারণে তিনি মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বলেন, আদালত থেকে এখনও মামলার কাগজপত্র পাইনি। কাগজপত্র থানায় এলে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর