বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
শাহ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী আপেল মাহমুদ তালুকদার (২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। গত ২৫ ফেব্রুয়ারি বিকালে ক্যাম্পাসে তার ওপর হামলার ঘটনা ঘটে।
শাহ মখদুম মেডিকেল কলেজ ২০১৪ সাল থেকে শিক্ষার্থী ভর্তি করছে। কিন্তু এখনও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন মেলেনি। ফলে শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করলেও ইন্টার্নশীপ করতে পারছেন না। এমনকি পূর্ণাঙ্গ চিকিৎসকও হতে পারছেন না। এনিয়ে তারা সম্প্রতি ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে সামনের সারিতে ছিলেন আপেল মাহমুদ তালুকদার। আন্দোলনের ভিতর তার ওপর হামলার ঘটনা ঘটে। পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর দুইদিন হাসপাতালে ছিলেন আপেল।
তার দায়ের করা মামলায় কলেজেরই পাঁচ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তারা হলেন- পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান, এইচএম ফাহাদ, ফারহান রহমান, শাকিলা দিল আফরোজ মিষ্টি এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জেবা। আসামিরা আন্দোলন ভেস্তে দিতে কলেজ কর্তৃপক্ষের হয়ে হামলা চালিয়েছিলেন বলে মনে করেন মামলার বাদী। হামলার পর তারা আইনগত পদক্ষেপ নেওয়া হলে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী আপেল মাহমুদ তালুকদার।
তিনি বলেন, আন্দোলন চলাকালে ১৮ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় যান। ঢাকায় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে যান। সেখান থেকে ফেরার পর ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসে কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলছিলেন। তখনই তার ওপর অতর্কিত হামলা হয়। এ কারণে তিনি মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বলেন, আদালত থেকে এখনও মামলার কাগজপত্র পাইনি। কাগজপত্র থানায় এলে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর