ঢাকা সফররত লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ সফরে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। নতুন প্রজম্ম এগিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক।
রাজধানীতে সেন্টার ফর ননরেসিডেন্স বাংলাদেশি- এনআরবি কার্যালয় পরিদর্শনকালে গত বুধবার আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশে সফরে আসা লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ুন কবিরকে এদিন সভায় স্বাগত জানান সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক চৌধুরী, ব্যবসায়ী নেতা সুয়েব চৌধুরী, মাহবুব আনাম, মোস্তাক হোসেন, অ্যাডভোকেট মুহবুবুল হক, গবেষক মুশরেকা হোসেন প্রমুখ।
ওই সভায় সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরী বলেন, আমরা বছরজুড়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ব্র্যান্ডিয়ের কাজ হাতে নিয়েছি। সকল প্রবাসীর এই কার্যক্রমে অংশগ্রহণ জরুরি। বৃটেন প্রবাসীরা বাংলাদেশের ব্র্যান্ডি করছেন। একজন বাংলাদেশির লন্ডনের মেয়র হওয়া তারই বহিঃপ্রকাশ।
বিডি-প্রতিদিন/মাহবুব