বোমা হামলা, জঙ্গিবাদ নির্মূল এবং উদীচীর শিল্পী কর্মী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদীচী বরিশাল জেলা সংসদের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী বরিশাল সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বরিশাল প্রেস ক্লাবের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুন্সি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অমৃত লাল দে কলেজের অধ্যাপক দুলাল মজুমদার, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি, উদীচী বরিশালের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বর্তমান সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।
সমাবেশ বক্তারা বলেন, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১১জন শিল্পী কর্মীকে হত্যা করে। অনেক শিল্পী কর্মী এবং সাধারণ মানুষ হামলায় আহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলার আজও বিচার হয়নি। বর্তমান মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও উদীচী হত্যা মামলার বিচার হচ্ছে না। অবিলম্বে উদীচী ট্রাজেডির মামলায় প্রকৃত অপরাধীদের শাস্তি দিয়ে বোমাবাজ, ধর্মান্ধ, জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দাবি জানান বক্তারা।
যশোর হত্যাকাণ্ডে দায়ের করা মামলার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় উদীচী ভবনে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন