হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম।
বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে শুক্রবার বিকেল ৫টার দিকে মোহাম্মদ স্বপন নামের ওই যাত্রীকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন গণমাধ্যমকে বলেন, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব