শিরোনাম
৭ মার্চ, ২০২০ ০২:১৮

বনানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বনানীতে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর (ইভিনিং প্রোগ্রাম) শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।

শুক্রবার রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে ২০ গজ দক্ষিণ পাশে মেইন রাস্তায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সালের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মোটরসাইকেলে থাকা কাগজপত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। এছাড়া ফয়সালের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর