রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন বিআইএএম মডেল স্কুল এন্ড কলেজের সামনে কাভার্ডভ্যানের চাপায় মাকসুদা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মাকসুদা বাসা বাড়িতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরি লিমিটেডের কাভার্ডভ্যানটি পাশেই দাঁড় করিয়ে রাখা ছিল। তখন চালকের এক পরিচিত বাড়ির দারোয়ান চালকের কাছ থেকে চাবি নিয়ে কাভার্ডভ্যানটি চালাতে শুরু করে। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে মানুষসহ চটপটির দোকানের ওপর দিয়ে উঠিয়ে দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, একজন নিহত হয়েছেন। আর আহত ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল