অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশাকে সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন শেখকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পরিচালক নূরে হেলাল, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আলমগীর হোসেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হুমায়রা সুলতানা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওয়ারেছ উদ্দীন প্রমুখ।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক তৌহিদুজ্জামান মুন্সী, সমকালের সাংবাদিক আতাউর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মহসিন বেপারী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রায়হান আহমেদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বিএম মনির হোসেন, পুলিশ উপ-পরিদর্শক ইমরান ও অর্থ সংবাদের সম্পাদক নাসির উদ্দিন বাদল।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেনকে অর্থ সম্পাদক, পুলিশের উপ-পরিদর্শক শওকত আলীকে দপ্তর সম্পাদক, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আসাদুজ্জামান ইব্রাহীমকে প্রচার সম্পাদক করা হয়েছে। দুই বছর মেয়াদী এই কমিটিতে ২৭ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ