খুলনার খালিশপুরে কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এই রায় প্রদান করেন। আদালতের পিপি অ্যাড. আহাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- কাজী ফরহাদ হোসেন, কাজী মুরাদ, মো. জাকির, কাজী রওনাকুল ইসলাম রনো ও সাইফুল। আসামীদের মধ্যে মো. জাকির পলাতক রয়েছেন। এছাড়া আসামি কাজী সাব্বির হোসেন ও কাজী মাসুমকে খালাশ প্রদান করা হয়।
জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে নিখোঁজ হয় তাসফিন হোসেন তয়ন। পরে খালিশপুর থানা পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের ডোবা থেকে পিলার ও বাঁশের সাথে বাঁধা অবস্থায় তয়নের গলিত লাশ উদ্ধার করা হয়। পরে আসামি সাইফুল ও অপর সহযোগী কাজী মুরাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
এ ঘটনায় তয়নের বাবা বাদী হয়ে ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. মিজানুর রহমান ৭ জনকে অভিযুক্ত করে একই বছরের ১০ ডিসেম্বর আদালতে চার্জসিট দাখিল করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ