গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার লিফট ছিঁড়ে জুলহাস মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে কারখানা মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, কারখানার তৃতীয় তলা থেকে লিফটে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বিকট শব্দে তার ছিঁড়ে নীচে পড়ে যায় জুলহাস। এতে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে এবং লিফটের ভেতরে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে সে। এসময় কারখানার অন্যান্য শ্রমিকরা প্রায় ৪০ মিনিট চেষ্টার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মো. নজরুল ইসলামসহ একদল পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পরপরই কারখানার মূল ফটক তালাবদ্ধ করে মালিক পক্ষের লোকজন গা ঢাকা দিয়েছেন।
নিহত জুলহাস মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার শিমুলবাগ গ্রামের রহমত আলীর ছেলে। টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক