রাজধানীর ওয়ারীতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যা করার দায়ে একমাত্র আসামি মো. হারুন অর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি হারুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হারুন কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, একটি ৬ বছরের শিশু আসামি হারুনের দ্বারা সর্বোচ্চ বর্বরতার শিকার হয়েছে। যার জন্য মানুষ হিসেবে আমরা সবাই লজ্জিত। তাই আসামি আদালতের কোনো প্রকার অনুকম্পা পেতে পারে না। তাকে সর্বোচ্চ সাজা প্রদান করাই যুক্তিসঙ্গত। রায়ে আরো বরা হয়েছে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এর আগে এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার