রাজশাহী মহানগরে বালুঘাটে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার নগরীর তালাইমারীর বালুঘাটে ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম মাইনুল (৪০) ইসলাম। তিনি পুঠিয়ার তাড়াস এলাকার আবদুল খালেকের ছেলে। পরে লাশ ফেলে রেখে যায় ট্রাকটি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘ভোর ৫টার দিকে শ্রমিক মাইনুল ইসলাম তালাইমারীতে বালুঘাটে বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় আরেকটি ট্রাক বালু নেওয়ার জন্য ওই ঘাটে প্রবেশ করে। কিন্তু ট্রাকটি শ্রমিক মাইনুল ইসলামকে খেয়াল না করে তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মাইনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ