সাভার থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাতবরকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযোগ সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আশুলিয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ-আত্মসাৎ ও বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্যদি পর্যালোচনা করা বিশেষ প্রয়োজন।
উল্লেখিত অভিযোগের বিষয়ে নিম্নবর্ণিত রেকর্ডপত্র ও তথ্যাদির সত্যয়িত ফটোকপি আগামী ১৮ মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিডি প্রতিদিন/আরাফাত