৪ এপ্রিল, ২০২০ ১৪:৪৬

লালবাগে দুস্থদের পাশে দাঁড়িয়েছে রওনাক স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতিবেদক

লালবাগে দুস্থদের পাশে দাঁড়িয়েছে রওনাক স্পোর্টিং ক্লাব

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০টি দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে রওনাক স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার বিকেলে  লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দেলোয়ার হোসেন খেলার মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন। এর আগে বৃহস্পতিবার রাতে আরও ৩০০ পরিবাকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আবদুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান কোয়েল , সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ সংগঠনের সদস্যরা।

জিয়াউর রহমান কোয়েল বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশে দিনমজুর শ্রেনী আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাই আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। 

তিনি আরও বলেন, আমারা যেন হেরে না যাই। এখন আমরা যে কাজটা করছি, এটা কোন দান নয়, সামাজিক দায়বদ্ধতা। এর আগে গত বছর ডেঙ্গুর মৌসুমে লালবাগ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে রওনাক স্পোর্টিং ক্লাব কাজ করেছে বলেও জানান কোয়েল।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর