ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ নিম্ন আয়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনসুর আবেদিন মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলাম শরিফ, মেজবা খন্দকার, এস এ বাপ্পি, তোবারক হোসেন বিপ্লব ও রাকিব।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে এবং আমার প্রিয় শিক্ষার্থীরা যারা কষ্ট করে পড়ালেখা করে তাদের খাদ্য সহায়তা দেওয়াই আমার লক্ষ্য। এই খাদ্যসামগ্রী বিতরণ চলমান প্রক্রিয়া,পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান রাব্বুল আলামিন আমাদের দেশ থেকে করোনাভাইরাসের সংক্রমণ দূর করবেন ইনশাআল্লাহ।
তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের বিধি-নিষেধ মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন